![বড়াইগ্রামের স্থগিত দুই ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/17/baraigram_111376.jpg)
বড়াইগ্রাম (নাটোর), ১৭ নভেম্বর, এবিনিউজ : অবশেষে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সীমানা জটিলতার কারণে স্থগিত হওয়া জোয়াড়ি ও মাঝগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন এই দুই ইউনিয়নের বিশেষ নির্বাচন তফসিল ঘোষণা করেছেন।
ঘোষিত তপশীল অনুসারে ভোট গ্রহণ ২৮ ডিসেম্বর, মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২৭ নভেম্বর। প্রার্থীতা যাচাই-বাছাই ২৮-২৯ নভেম্বর ও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ স্থানীয় ভাবে পুনঃনির্ধারণ করে সময় বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ও ওই দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্ণিং অফিসার ইকবাল আহমেদ।
উল্লেখ্য, গত ২০১৬ সালের মে মাসে উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশীলের সাথে জোয়াড়ী এবং মাঝগাঁও ইউনিয়নেরও তফশীল ঘোষনা করা হয়। কিন্তু বনপাড়া পৌরসভার সাথে সীমানা জটিলতায় দায়ের করা মামলার প্রেক্ষিতে এই দুটি ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে যায়।
প্রায় দেড় বছর পর মামলা ও সীমানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে বৃহস্পতিবার তফশীল ঘোষণা হলো।
এবিএন/করিম/জসিম/এমসি