![রংপুরে হামলার শিকার হিন্দু সম্প্রদায়ের পাশে সনাতন বিদ্যার্থী সংসদ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/17/zz_111393.jpg)
বেরোবি (রংপুর), ১৭ নভেম্বর, এবিনিউজ : রংপুরে সাম্প্রদায়িক বর্বরতার শিকার ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে তিন হাজার টাকা করে সর্বসাকুল্যে ৮২,০০০ টাকার আর্থিক সহায়তা দিয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগঠনটির উপদেষ্টা মন্ডলী শিক্ষকদের আর্থিক সহায়তায় সনাতন বিদ্যার্থী পরিবারের পক্ষ থেকে আজ শুক্রবার এই অনুদান দেয়া হয়।
এসময় সিলেট থেকে সৈকত সরকার সুমিত, রংপুর ডেন্টাল মেডিকেল কলেজের শিক্ষক শিশির রায়, রংপুর রেঞ্জে কর্মরত এএসপি নিয়তি রায় উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক শিশির দত্ত মিঠুন সহ শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজ শাখার বিদ্যার্থীদের প্রত্যক্ষ নেতৃত্বে নগদ অর্থ বিতরণের কার্যক্রমটি পরিচালিত হয়।
এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা