বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দশমিনায় আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নির্বাচন সম্পন্ন

দশমিনায় আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নির্বাচন সম্পন্ন

দশমিনায় আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নির্বাচন সম্পন্ন

দশমিনা (পটুয়াখালী), ১৭ নভেম্বর, এবিনিউজ : দশমিনা উপজেলার ১নং রণগোপালদী ইউনিয়নের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদ-প্রার্থী পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেতে ৮জন ব্যক্তি প্রার্থীতার মনোণয়ন পত্র সংগ্রহ করেন। এরা হলেন, মো. নাসির উদ্দিন সিকদার, বর্তমান চেয়ারম্যান হাফেজ মো. জাকির হোসেন হাওলাদার, আ. আজিজ মিয়া (আজিজ মেম্বার), মো. রফিকুল ইসলাম মৃধা (চাঁন মিয়া মাষ্টার), মো. মাহফুজুর রহমান মাহফুজ রাড়ি, মো. আনোয়ার হোসেন হাওলাদার, মো. জামাল মৃধা, আবু জাফর তালুকদার। যার প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কাউন্সিলের আয়োজন করেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের হলরুমে ইউনিয়ন আ.লীগের সভাপতি হাফেজ জাকির হোসেন হাওলাদারের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে ভোটাররা ভোটের মাধ্যমে দলীয় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করেন। কাউন্সিলে মো. নাসির উদ্দিন সিকদার সর্বচ্চো ভোট পান, আ. আজিজ মিয়া ( আজিজ মেম্বার) ভোটযুদ্ধে দ্বিতীয় এবং মোঃ রফিকুল ইসলাম ( চাঁন মিয়া মাষ্টার) ভোটযুদ্ধে তৃতীয় হন। উক্ত কাউন্সিলে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমঙ্গীর হোসেন, পটুয়াখালী শহর আ’লীগের সভাপতি মোঃ শাহজাহান খাঁন, উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ আজিজ মিয়া, সাধারন সম্পাদক এ্যাড. সিকদার গোলাম মস্তফা, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ উত্তম কুমার কর্মকার প্রমূখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এবিএন/সাইদুর রহমান সাইদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত