![শ্রীমঙ্গলে প্রতিভা বিকাশে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/17/srimongol_111399.jpg)
শ্রীমঙ্গল, ১৭ নভেম্বর, এবিনিউজ : শ্রীমঙ্গলে অারডিঅারএস বাংলাদেশের বাস্তবায়নে ও পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসুচির অাওতায় যুব সমাজের জ্ঞান বিজ্ঞান, প্রতিভা বিকাশ ও চিন্তা চেতনার প্রাগ্রসর জনগোষ্ঠী গড়ার লক্ষ্যে শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে বিষয়ভিত্তিক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন অারডিঅারএস এর কর্মসুচি ব্যবস্হাপক শাহাদুল হক। প্রোগ্রাম অর্গানাইজার এখলাশ তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. মোবাশশেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা।
বিচারক হিসেবে উপস্হিত ছিলেন হিমাংশু বিশ্বাস ও অনিমেষ চৌধুরী। অনুষ্ঠানে ৪ টি বিভাগে বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
পরে বিকেল ৪ টায় প্রধান অতিথি বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরন করেন।
এবিএন/অাতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর