![সরিষাবাড়ীতে এসএসসি’র ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/17/jamalpur_abnews24_111441.jpg)
জামালপুর, ১৭ নভেম্বর, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে এসএসসি’র ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ওঠেছে। জানা গেছে, এসএসসি’র ফরম ফিলাপের নির্ধারিত বোর্ড ফি এক হাজার ৩৫০ টাকা। স্কুল কর্তৃপক্ষ বিভিন্ন অযুহাতে ফরম ফিলাপের অতিরিক্ত ৪হাজার কিংবা তারও বেশি ফি করা হচ্ছে।
আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থীরা জানায়, তাদের কাছে থেকে ৩হাজার ৮শ টাকা আদায় করা হচ্ছে। উপজেলার আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, পাইলট গালর্স স্কুল এন্ড কলেজ, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, আরইউটি উচ্চ বিদ্যালয়, ভাটারা উচ্চ বিদ্যালয়, বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয়, রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠাণ ঘুরে এ চিত্র দেখা গেছে।
আরডিএম পাইলট মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘তিন হাজার ৮০০ টাকা নির্ধারণ করেছি সত্য; কিন্তু তা আদায় হচ্ছে না। বেশী না ধরলে পাওয়া যায় না। উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোরশেদ আলী বলেন, ‘নির্ধারিত ফি’র চেয়ে বেশী টাকা নেওয়া ঠিক না। এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/রাজ্জাক