
কলাপাড়া (পটুয়াখালী), ১৭ নভেম্বর, এবিনিউজ : গতকাল বৃহস্পতিবার রাতে পৌরশহরের অফিস মহল্লা এলাকায় মাদকের আসরে হানা দিয়ে পুলিশ ৬ পিচ ইয়াবা এবং সেবনের সরঞ্জামাদিসহ মুরাদ কসাই (৩০) ও কুট্টি কসাই (৩২) কে গ্রেফতার করেছে।
কলাপাড়া থানার ওসি মো: আলাউদ্দীন মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশ অফিস মহল্লা এলাকার একটি মাদকের আসরে হানা দিয়ে ইয়াবার গুড়াসহ ৬ পিচ ইয়াবা এবং মাদক সেবনের সরঞ্জামাদি সহ বৃহস্পতিবার রাতে ওই দু’জনকে আটক করে।
এ সময় পুলিশের অভিযান টের পেয়ে বেশ কয়েকজন ওই আসর থেকে সটকে পড়ে। এবিষয়ে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতাদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/তুষার হালদার/জসিম/রাজ্জাক