![কুয়াকাটায় শিক্ষা সফরে এসে শিক্ষকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/17/death-logo_111444.jpg)
কলাপাড়া (পটুয়াখালী), ১৭ নভেম্বর, এবিনিউজ : কুয়াকাটা সমুদ্র সৈকতে শিক্ষা সফরে এসে বদিউজ্জামান (৪০) নামের দুমকি উপজেলার এক শিক্ষকের মৃত্যু হয়। পটুয়াখালী পি.টি.আই ২০১৭-১৮ সেশনের ডি.পি.এড শিক্ষা সফর উপলক্ষ্যে ১৫ নভেম্বর শিক্ষক ও প্রশিক্ষনার্থীরা কুয়াকাটায় আসেন।
গতকাল বৃহস্পতিবার সমুদ্র সৈকতে গিয়ে সূর্যোদয় দেখার পর সেখানে বসে বদিউজ্জামান বুকে ব্যাথা অনুভব করলে তাকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারাগেছে বলে চিকিৎসক জানান। শিক্ষক বদিউজ্জামান’র বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সে দুমকি উপজেলায় শিক্ষকতা করতেন।
এবিএন/তুষার হালদার/জসিম/রাজ্জাক