![লক্ষ্মীপুরে জামায়াত শিবিরের ১৫ নারী কর্মী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/17/12-3-640x360(2)_111449.jpg)
লক্ষ্মীপুর, ১৭ নভেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াত শিবিরের ১৫ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বিকেলে সদর উপজেলার দালাল বাজারের কামান খোলা এলাকার বড় বাড়ী থেকে তাদের আটক করা হয়। বর্তমানে সংগঠনটির নারী কর্মীরা থানা হেফাজতে রয়েছে।
তবে আটককৃতদের দলীয় পদ-পদবী কিংবা জামায়াত শিবিরের শীর্ষ নেতাদের কারো স্বজন কিনা তা জানাতে পারেনি পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, রুবি বেগম, তাহেরা বেগম, হিরন বেগম, পাখি আক্তার, সালমা বেগম, তানিয়া বেগম, পিংকি আক্তার, সুমি আক্তার, বকুল বেগম, সুইটি আক্তার, বকুল, ফাতেমা বেগম, লাকি বেগম, তানিয়া, জাহেরাসহ ১৫ জন।
এবিএন/আবির আকাশ/জসিম/রাজ্জাক