কলাপাড়া (পটুয়াখালী), ১৭ নভেম্বর, এবিনিউজ : কলাপাড়া পৌর এলাকার হাসপাতাল সড়কসহ অধিকাংশ সড়কে খানা-খন্দ সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচল ক্রমশ ঝূঁকিপূর্ন হয়ে উঠছে। পৌর মেয়র, কাউন্সিলর সহ কতিপয় প্রভাবশালীদের মালিকানাধীন ইটভাটার ইট বহনকারী ভারী ট্রলি, ট্রাক, থ্রি হুইলার, পিকআপ প্রতিনিয়ত শহরের অভ্যন্তরে চলাচল এবং সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের ফলে সড়ক গুলোর সিলকোট উঠে গিয়ে এখন পৌর এলাকার অধিকাংশ সড়ক এখন চলাচলের অনুপযোগী হয়ে পরেছে।
পৌরশহর ঘুরে দেখা গেছে, শেখ কামাল সেতুর নীচ থেকে নাচানা পাড়া চৌরাস্তা পর্যন্ত গুরুত্বপূর্ন সড়কটি সওজ’র হওয়ায় পৌরসভা এটি সংস্কার না করায় খানা খন্দকের কারনে সড়কটিতে ক্রমশ ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে। প্রতিদিন ঘটছে ছোটখাটে দুর্ঘটনা। এছাড়া পৌর ভবনের সামনে এতিমখানা-রহমতপুর সড়ক সহ পৌরশহরের অধিকাংশ সড়ক ভাঙা অবস্থায় পরে আছে।
সড়ক উন্নয়নের বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। হাসপাতালের সামনের সড়কে খানা-খন্দের উপর দিয়ে গর্ভবতী নারী, শিশু ও বয়োবৃদ্ধদের যাতায়ত এখন খুবই ঝূঁকিপূর্ন। লোক দেখাতে ওই সড়কটিতে দু’বার নিম্নমানের ইট দিয়ে রোলার চাপা দেয়া হয় যা সামান্য বৃষ্টিতে ধুয়ে কর্দমাক্ত হয়ে এখন চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেও নেই কোন উদ্যোগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইএ ডা: চিন্ময় হাওলাদার জানান, রোগীদের নিরাপদে হাসপাতালে আসা যাওয়ায় সড়কটি ভাল থাকা দরকার। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরী ভিত্তিতে সড়কটি মেরামত করে চলাচল উপযোগী করার জন্য অনুরোধ করছি।
এ বিষয়ে কলাপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো: মিজানুজ্জামান জানান, হাসপাতালের সামনের ওই সড়কটি সওজের। এটি পৌরসভাকে দিয়ে দেয়ার জন্য সওজকে চিঠি দেয়া হয়েছে। কিন্তু তারা কোন জবাব দেয়নি। তারপরও পৌরসভা কয়েক দফা এটির সংস্কার করেছে।
সওজ পটুয়াখালী’র নির্বাহী প্রকৌশলী মো: নিজাম উদ্দীন জানান, পৌরসভার কোন চিঠি আমার কাছে আসেনি। চিঠি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আারও বলেন সরেজমিনে সড়কটি দেখে জনস্বার্থে জরুরী ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিএন/তুষার হালদার/জসিম/রাজ্জাক