শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লালপুরে নবেসুমির আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

লালপুরে নবেসুমির আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

লালপুর (নাটোর), ১৭ নভেম্বর, এবিনিউজ : উত্তরবঙ্গের ভারী শিল্প নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০১৭-১৮ মৌসুমের আখ মাড়াই আজ শুক্রবার বিকেলে শুরু হয়েছে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এ মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব এবিএম আরশাদ হোসেন, প্রধান প্রকৌশলী হারেছ আলী, মিলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহির, লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মোহা: আবদুস সেলিম জানান, চলতি বছর মিল এলাকায় ১৮ হাজার ৬৭২ একর জমিতে প্রায় দুই লাখ ৫০ হাজার টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২০ কর্মদিবসে দুই লাখ দুই হাজার টন আখ মাড়াই করে ১৫ হাজার ৪৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭.৫০ ভাগ।

গত বছর ৪০ কোটি টাকা লোকসান হয়েছে এবং চলতি মৌসুমেও লাভের মুখ দেখার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে। এ দিকে লক্ষ্যমাত্রা অর্জনে এ বছর মাড়াই শুরু হওয়ার আগেই মিল এলাকায় চলা অবৈধ পাওয়ার ক্রাশার বন্ধে উদ্যোগ নিয়েছে মিল প্রশাসন। এ বছর মিল এলাকায় ২৯৪টি অবৈধ পাওয়ার ক্রাশারে আখ মাড়াই করা হচ্ছে। এর মধ্যে আটকসহ ৯৪ টি ক্রাশার মালিককে উকিল নোটিশ দেয়া হয়েছে।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত