![নড়াইলে গৃহবধূ নির্যাতন মামলার আসামিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/17/narail-01-(17.11.17)_111473.jpg)
নড়াইল, ১৭ নভেম্বর, এবিনিউজ : নড়াইলের নড়াগাতি থানার মোহাম্মদপুর ডুমুরিয়া গ্রামে গৃহবধূ তাসলিমা নাসরিন (৩০) নির্যাতন মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে মোহাম্মদপুর ডুমুরিয়া গ্রামের সড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন নির্যাতিতা গৃহবধূ তাসলিমা নাসরিন, মা হাসিয়ারা বেগম, ডুমুরিয়া গ্রামের হাসনাত শেখ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মামলার বিবরণে জানা যায়, প্রায় দুই বছর আগে নড়াইলের নড়াগাতি থানার মোহাম্মদপুর ডুমুরিয়া গ্রামের হেমায়েত হোসেন চৌধুরীর মেয়ে তাসলিমা নাসরিনকে একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শেখ হাদিউজ্জামান (৩৯) বিয়ে করেন। বিয়ের পর হাদিউজ্জামান তাসলিমার কাছে বিভিন্ন সময়ে যৌতুক দাবি করলে তাকে দুই লাখ টাকা দেয়া হয়। এরপর বিদেশে যাওয়ার কথা বলে হাদিউজ্জামান সম্প্রতি পাঁচ লাখ টাকা দাবি করেন।
টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১০ অক্টোবর রাত ৮টার দিকে হাদিউজ্জামান ও তার পরিবারের লোকজন তাসলিমার বাবার বাড়িতে এসে তাসলিমাকে মারধর করে। এমনকি হাদিউজ্জামান তাসলিমার গলায় ছুরি ধরে হত্যার হুমকি দিয়েছে।
এ ঘটনায় ১২ অক্টোবর স্বামী হাদিউজ্জামানসহ লিপি আক্তার, হাফিজুর রহমান, তারা মিয়া ও তৈয়ব শেখকে আসামি করে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন গৃহবধূ তাসলিমা। তবে, এ পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমনকি এ মামলা তুলে নেয়ার জন্য গৃহবধূ তাসলিমা নাসরিনসহ তার পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে অভিযুক্ত হাদিউজ্জামানের পরিবারের সদস্যরা বলেন, আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াগাতি থানার ওসি (তদন্ত) রজব আলী বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিএন/সৈয়দ খায়রুল আলম/জসিম/রাজ্জাক