![চিতলমারীতে গ্রাম আদালতের র্যালি ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/18/rally_abnews_111498.jpg)
বাগেরহাট, ১৮ নভেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ থেকে বিশাল র্যালীটি বের হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি চরবানিয়ারী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এসে শেষ হয়।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান পলাশ কান্তি মন্ডল, ইউপি সদস্য শচীন্দ্র নাথ শিকদার, কাশি কৃষ্ণ বিশ্বাস, পরিমল হীরা, সংরক্ষিত মহিলা সদস্য রীণা রানী হীরা।
আরও বক্তব্য রাখেন ভারতী মজুমদার, উন্নতি মজুমদার, ওয়েব ফাউন্ডেশনের উপজেলা প্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন, ইউনিয়ন সমন্বয়কারী নির্মলা মন্ডল, প্রদীপ মন্ডল, প্রবীণ ব্যক্তিত্ব খোকা বালা ও সুশান্ত মন্ডল।
এবিএন/এস এস সাগর/জসিম/এমসি