
বাগেরহাট, ১৯ নভেম্বর, এবিনিউজ : বাগেরহাটের সদর উপজেলার বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার শ্রীঘাটের ফুলবাড়ি এলাকার বাগেরহাট-খুলনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্কাস ফকির (৩৬) সদরের উপজেলার মাঝিডাঙ্গা গ্রামের হাশেম ফকিরের ছেলে। তিনি স্থানীয় বিভিন্ন হাটাবাজারে সবজি বিক্রির পাশাপাশি নসিমনও চালাতেন।
বাগেরহাট মডেল থানার এসআই লুৎফর রহমান বলেন, সদরের শ্রীঘাট সবজি আড়ৎ থেকে সবজি কিনে সেগুলো নিয়ে নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন অক্কাস। পথে খুলনা থেকে বাগেরহাটগামী একটি বাস তাকে পেছন থেতে ধাক্কা দিলে নসিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাস রাস্তার পাশে ফেলে রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে বাসটি উদ্ধার করে।
এবিএন/সাদিক/জসিম/এসএ