![চিতলমারীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/19/exam_abnews_111679.jpg)
বাগেরহাট, ১৯ নভেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা শুরু হয়েছে। আজ রবিবার বেলা ১১টা থেকে এ পরীক্ষা শুরু হয়। প্রতিদিন বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। প্রথম দিনে অনুষ্ঠিত ইংরেজী বিষয়ের পরীক্ষায় এ উপজেলার ৬৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
চিতলমারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোজফ্ফর উদ্দিন জানান, এ বছর এ উপজেলায় মোট কেন্দ্রের সংখ্যা ১৩টি। দুই হাজার ৪৪৮ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ গ্রহনের কথা ছিল। তারমধ্যে প্রাথমিকে দুই হাজার ২৯৫ জন ও ইবতেদায়িতে ১৫৩ জন। কিন্তু প্রথমদিনে প্রাথমিকে ৩১ জন ও ইবতেদায়িতে ৩৭ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ জানান, সকল পরীক্ষা কেন্দ্র প্রশাসনের নজরদারিতে রয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদফতর অফিস আদেশে জানিয়েছে, পরীক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কেউই মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। কেবল জরুরি প্রয়োজনে অফিস কক্ষে সীমিত ব্যবহারের জন্য কেন্দ্র সচিব মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে পরীক্ষার প্রশ্নপত্র গ্রহণ ও পরীক্ষা কক্ষে বিতরণ শেষ না হওয়া পর্যন্ত তাকেও মোবাইল ফোন বন্ধ রাখতে হবে।
প্রশ্ন ফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ ৮টি অঞ্চলে ভাগ করে ৮ সেট প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও ইবেতেদায়ী শিক্ষা সমাপনী নিচ্ছে সরকার।
এবিএন/এস এস সাগর/জসিম/এমসি