![পিরোজপুরে পিএসসি ও এবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/19/exam_abnews_111680.jpg)
পিরোজপুর, ১৯ নভেম্বর, এবিনিউজ : আজ রবিবার পিএসসি ও এবতেদায়ী পরীক্ষা প্রথম দিনে পিরোজপুর জেলার ৭টি উপজেলায় মোট ৮১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পিরোজপুর জেলায় পিএসসি ১৯৫৯৯ জন এবং এবতেদায়ী ৩৭৮১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছেন।
পিএসসি ৬৩১ জন ও এবতেদায়ীর ৫০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের ইংরেজী পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি