
হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৯ নভেম্বর, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুরে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী আজ রবিবারের ইংরেজী পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৯৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক সমাপনীর ছেলে পরীক্ষার্থী ৬২ জন এবং মেয়ে পরীক্ষার্থী ৬৩ জন। মোট ১২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
এছাড়াও ইবতেদায়ি পরীক্ষায় ছেলে ৪৪ জন এবং মেয়ে পরীক্ষার্থী ২৬ জন অনুপস্থিত রয়েছে। মোট ৭০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এ বিষয়টি জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি আরও জানান, এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১শ’ ২৮জন ও ইবতেদায়ি পরীক্ষার্থীর সংখ্যা ৩শ ৯২ জন। উপজেলার ১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা