![কলাপাড়া কালভার্টের সংযোগ সড়ক না থাকায় জনদূর্ভোগ চরমে](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/19/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_111738.jpg)
কলাপাড়া (পটুয়াখালী), ১৯ নভেম্বর, এবিনিউজ : পৌরশহরে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরেও দীর্ঘ দিন ধরে দু’টি বক্স কালভার্টের সংযোগ সড়ক তৈরী না হওয়ার কারনে জনদূর্ভোগ চরমে পৌছেছে। দাতা সংস্থা এডিবি কোষ্টাল টাউন্স এনভায়রনমেন্টাল ইনফ্রাসট্রাকচার (সিটিইআইপি) প্রকল্পের অধীনে কলাপাড়া পৌর শহরের ২ ও ৪ নং ওয়ার্ডে দু’টি আরসিসি তিন ভেন্ট বক্স কালভার্ট এর অনুকূলে ৬৫ লক্ষ ৫৫ হাজার ৩৮৪ টাকা বরাদ্দ দেয়। পৌরসভা দরপত্র আহবান করলে পটুয়াখালীর মেসার্স রিয়াজ উদ্দীন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ৮ ডিসেম্বর ২০১৬ প্রকল্পের কাজের চুক্তিবদ্ধ হয়ে একই বছরের ১২ ডিসেম্বর কাজ শুরু করে। কাগজে কলমে পটুয়াখালীর মেসার্স রিয়াজ উদ্দীন নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ পেলেও বাস্তবে স্থানীয় প্রভাবশালী ঠিকাদাররা ধীর গতিতে কাজ করতে থাকে।
বক্স কালভার্ট দু’টি পৌরশহরের এতিমখানা, অফিস মহল্লা, নজরুল ইসলাম সড়ক, রহমতপুর, সমাজকল্যান সড়ক, গার্লসস্কুল সড়কসহ নাচনাপাড়া-চৌরাস্তা এলাকার অধিকাংশ মানুষের চলাচলের মূল সংযোগ সড়ক। কাজে বিলম্ব হওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এমনকি হেঁটে ব্রীজের সংযোগ সড়ক পার হতে প্রতিদিন দূর্ভোগে পড়ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ স্থানীয় বাসীন্দারা। ভুক্তভোদের প্রশ্ন কবে কালভার্ট দু’টির সংযোগ সড়কের কাজ শেষ হবে ? এব্যাপারে কলাপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো: মিজানুজ্জামান জানান, পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ডের দু’টি আরসিসি বক্স কালভার্ট’র নির্মাণ কাজ শেষ হয়েছে। শিঘ্রই সংযোগ সড়কের কাজ শেষ হবে।
এবিএন/তুষার হালদার/জসিম/তোহা