![বিএমএসএফ’র মাসব্যাপী কর্মসূচী ঘোষণা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/19/bmsf_abnews_111770.jpg)
ঝালকাঠি, ১৯ নভেম্বর, এবিনিউজ : সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় ও বাস্তবায়নের লক্ষে ডিসেম্বর মাসব্যাপী নানা কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আজ রবিবার দুপুরে ঝালকাঠি বিএমএসএফ’র এক সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ কর্মসূচী ঘোষণা করেন।
মাসব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে ১লা ডিসেম্বর বিজয়ের শুভলগ্নে জেলা/উপজেলা পর্যায় থেকে বিজয় র্যালী/শোভাযাত্রা, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘‘বিজয়ের ৪৭ বছর ও আমাদের গণমাধ্যম শীর্ষক আলোচনা সভা। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচী উদযাপন ও ২০ ডিসেম্বর সাংবাদিকদের সন্তানদের (শিশু) নিয়ে চিত্রাংকন, যেকোন বয়সীদের নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা।
২৬ ডিসেম্বর ‘‘অবিলম্বে সরকার কর্তৃক সারাদেশের পেশাদার সাংবাদিকদেও প্রণীত তালিকা ঘোষণা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে সুরক্ষা আইন প্রনয়ণ, সাংবাদিক নিপিড়নকারী ৫৭ ধারা বাতিল, সরকারী-বেসরকারী পর্যায়ে পিআরও পদে প্রকৃত সাংবাদিক নিয়োগ, প্রতিটি গণমাধ্যমে কল্যান ফান্ড গড়ে তোলা, বার কাউন্সিলের ন্যায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সংবাদপত্র-সাংবাদিকদের পরিচালনা ও অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড ঘোষণাসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ঘোষিত কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আওতাধীন সকল জেলা ও উপজেলার নেতৃবৃন্দকে যথাযথভাবে কর্মসূচীসমুহ পালনের জন্য কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট, সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আজ রবিবার দুপুরে ঝালকাঠি বিএমএসএফ’র কোর্ট রোডস্থ কার্যালয়ে জেলা কমিটির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএমএসএফ’র সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম, জেলা সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ জেলা কমিটির নেতৃবৃন্দ। উক্ত সভায় কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট, সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক এস এম রেজাউল করিম আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়।
সভায় শরিয়াতপুরের একাত্তর টেলিভিশনের প্রতিনিধি মরহুম আনোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দীর্ঘ ৫ বছর ৭১ টেলিভিশনে শরিয়াতপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলেও তাকে প্রতিষ্ঠান থেকে কোন বেতন ভাতা না দেয়ার বিষয়টি উল্লেখ সভায় করে দু:খ প্রকাশ করা হয়।
এ অবস্থায় মানবিক বিবেচনায় তার অবর্তমানে অসহায় স্ত্রী-শিশু কন্যা সন্তানের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে তার প্রাপ্য বকেয়া বেদন সুযোগ সুবিদা প্রদান করার জন্য ৭১ টেলিভিশন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/এমসি