![কলাপাড়ায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/19/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_111775.jpg)
কলাপাড়া (পটুয়াখালী), ১৯ নভেম্বর, এবিনিউজ : ‘নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ রবিবার দুপুর ১২ টায় কলাপাড়ার কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে মাদক বিরোধি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
খানাবাদ ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ সিএম সাইফুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পটুয়াখালী’র পরিদর্শক শাহ জালাল ভূইয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রন এএসআই আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক খান এ রাজ্জাক, মো.আবুল কালাম খান, মো. ফরিদ উদ্দিন খান, প্রভাষক এম জাকির হোসাইন, মো. মোস্তাফিজুর রহমান, এইচ এম মূসা, প্রদর্শক শাহাবুদ্দিন শিহাব, শরীর চর্চা শিক্ষক আব্দুস সত্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
এডভোকেসি সভায় কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে’র প্রায় ৬ শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সভা শেষে অধ্যক্ষ সি এম সাইফুর রহমান’র হাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পটুয়াখালী’র পক্ষ থেকে মাদক বিরোধি ২টি লিফলেট প্রদান করা হয়।
এবিএন/তুষার হালদার/জসিম/তোহা