![হবিগঞ্জে গাছ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/19/hobigoang_abnews24 copy_111794.jpg)
হবিগঞ্জ, ১৯ নভেম্বর, এবিনিউজ : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার টুপিয়াজুরি নামক স্থানে মোটর সাইকেলের উপর গাছ পড়ে এক শিক্ষা কর্মকর্তা নিহত হয়েছে। নিহতের নাম মিনাল কান্তি দাস (৩২)। নিহত মিনাল খুলনা জেলার বটিয়াখালি গ্রামের হৃদয় কৃষ্ণ দাসের ছেলে। তিনি বানিয়াচংয়ের ইকরামে ব্রাকের শিক্ষা বিভাগের পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। আজ রবিবার দুপুরে এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, আজ রবিবার সকালে মোটর সাইকেলযোগে মিনাল উপজেলার কাউরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনি পরিক্ষা পরিদর্শনে যাবার পথে উল্লেখিতস্থানে পৌঁছলে তার উপর আকস্মিকভাবে একটি গাছ পড়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এবিএন/নুরুজ্জামান ভুঁইয়া/জসিম/এমসি