![হোসেনপুরে কলেজ ছাত্রীর আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/19/suicide_abnews_111810.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৯ নভেম্বর, এবিনিউজ : হোসেনপুর পৌর এলাকায় পপি আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। আজ রবিবার সন্ধ্যায় হোসেনপুর পৌরসভার কাইছমা এলাকায় এ ঘটনা ঘটে।
পপি আক্তার হোসেনপুর পৌরসভার কাইছমা এলাকার দুলার মিয়ার মেয়ে এবং হোসেনপুর বিশ্ব বিদ্যালয় কলেজের ১ম বর্ষের ছাত্রী।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নিজ ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে থাকে পপি আক্তার। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/এমসি