![নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/20/accident@abnews_111827.jpg)
নীলফামারী, ২০ নভেম্বর, এবিনিউজ : নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জাহিদ হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাতে নীলফামারী-জলঢাকা সড়কের অঙ্কুর হিমাগার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদ চাদেরহাট এলাকার মোঃ তৈয়ব আলীর ছেলে।
রামনগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জাহিদ হোসেন মোটর সাইকেলে করে বাড়ী থেকে নীলফামারী যাচ্ছিল। এ সময় কোন কিছুর সাথে ধাক্কা বা মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে সে মারা যায়। তবে কিসের সাথে ধাক্কা লেগেছে সেটা তিনি বলতে পারেনি।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ বাবুল আখতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ জাহিদের লাশ উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে কোন কিছুর সাথে মুখোমুখি সংঘর্ষে সে ঘটনাস্থলেই মারা যায়।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/এমসি