![নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/20/nilpamari_abnews24_111837.jpg)
নীলফামারী, ২০ নভেম্বর, এবিনিউজ : নীলফামারী সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে রামনগর ইউনিয়নের অঙ্কুর হিমাগার মোড়ে নীলফামারী-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান (১৯) ওই ইউনিয়নের চাঁদেরহাট বিষমুড়ি গ্রামের তৈয়ব আলীর ছেলে।
নিহত জাহিদের মামাত ভাই বাবু বলেন, জাহিদ চাঁদেরহাট বাজার থেকে মোটরসাইকেলে করে জেলা শহরের দিকে যাচ্ছিলেন। পরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থেঁতলানো লাশ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখি। কিসের সঙ্গে সংঘর্ষ হয়েছে তা কেউ বলতে পারেনি। পথচারীরা সড়কে লাশ পড়ে থাকতে দেখে বাজারে খবর দিলে আমরা ছুটে গিয়ে লাশ পাই।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আকতার বলেন, পরিবারের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।
এবিএন/সাদিক/জসিম/এসএ