শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে নারীশ্রমিক নিহত

কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে নারীশ্রমিক নিহত

কুষ্টিয়া, ২০ নভেম্বর, এবিনিউজ : দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে এক নারীশ্রমিক নিহত হয়েছেন।

গতকাল রবিবার সন্ধ্যায় খাজানগরের দাউদ মণ্ডল রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সাবিয়া খাতুন (৫৫)।

স্থানীয় বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমিন মণ্ডল জানান, রবিবার সন্ধ্যায় স্থানীয় দাউদ মণ্ডল রাইস মিলে একটি ছোট বয়লারে ধান সিদ্ধ করছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ বয়লারে বিস্ফোরণ ঘটে। এ সময় শ্রমিক সাবিয়া খাতুন অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে সাবিয়াকে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ১০টায় কুষ্টিয়ার খোকসা উপজেলার কাছে তার মৃত্যু হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত