![শিবপুরে সওজ কার্যালয়ে কর্মবিরতি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/20/strike_abnews_111873.jpg)
শিবপুর (নরসিংদী), ২০ নভেম্বর, এবিনিউজ : নরসিংদীর শিবপুর উপ-বিভাগীয় প্রকৌশলী সওজ বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমীক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত সারাদেশের ন্যায় ৭ দফা দাবির বাস্তবায়নের লক্ষে শিবপুর সওজ কার্যালয়ে গতকাল রবিবার হতে ২৩ নভেম্বর ৫ দিনব্যাপী পূর্ণ দিবস কর্মবিরতি, বিক্ষোভ ও প্রতিবাদ সভা চলছে-চলবে বলে জানায় কর্মকর্তা ও কর্মচার্রীবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমীক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কতৃক ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গত ৫ নভেম্বর সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত ৯ নভেম্বর শিবপুর সওজ কার্যালয়ে ৪ দিন ব্যাপী কর্মসূচী পালন করেছে।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/এমসি