![লক্ষ্মীপুরে জাতীয় পতাকার অবমাননা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/20/abnews-24.bbbbbbb_111913.jpg)
লক্ষ্মীপুর, ২০ নভেম্বর, এবিনিউজ : লক্ষ্মীপুরে ইস্পাহানী মহিলা কলেজ ক্যাম্পাসে গত দুইদিন রাতের আঁধারে উড়ানো হচ্ছে জাতীয় পতাকা। গত শুক্রবার সন্ধা ৬ টার দিকে শহরের কলেজ রোড পোস্ট অফিস সংলগ্ন মমিন প্লাজায় প্রতিষ্ঠিত ইস্পাহানী মহিলা কলেজ ক্যাম্পাস ভবনের ছাদে জাতীয় পতাকা উড়তে দেখেন এই প্রতিবেদক। তবে রাতের আঁধারে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উড়ানোর মতো অনাকাঙ্খিত ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বাংলাদেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী লক্ষ্মীপুরের সন্তান আ স ম আবদুর রব। অথচ তার নিজ জেলায় এ শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। মহান জাতীয় পতাকাকে অবমূল্যায়ন করে দীর্ঘদিন থেকে লক্ষ্মীপুর ইস্পাহানী মহিলা কলেজে রাতের আঁধারে জাতীয় পতাকা উড়তে দেখা যায়। এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ ব্যাপারে হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।
ইস্পাহানী মহিলা কলেজের শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, কলেজের দপ্তরি ভুল করে এমন কাজ করেছে।কিছুদিন আগেও এমন ঘটনায় অধ্যক্ষ স্যার আমাদের ও দপ্তরির উপর ক্ষিপ্ত হয়েছেন। তবে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, কলেজ ছুটির পরে প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন থাকা দুঃখ জনক।
এবিএন/অ.আ. আবীর আকাশ/জসিম/তোহা