![নীলফামারী শহরের হাড়োয়ায় অগ্নিকান্ড: পুড়ে গেছে ১৩ট্রাক](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/20/abnews-24.bbbbbbbbbbb_111922.jpg)
নীলফামারী, ২০ নভেম্বর, এবিনিউজ : নীলফামারী শহরের হাড়োয়া আদর্শপাড়ায় রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে সাড়ে চার লাখ টাকার গার্মেন্টস’র উচ্ছিষ্ট(ঝুট) ভষ্মিভুত হয়েছে।
গতকাল রবিবার মধ্যরাতে মেয়র দেওয়ান কামাল আহমেদের মালিকানাধীন বাড়িতে রহস্যজনক ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে ওই বাড়িতে তিনি না থাকলেও তত্বাবধান করা হয়ে থাকে। বাড়ির তত্বাবধায়ক ও নীলফামারী জেলা পরিষদ মার্কেটের নৈশপ্রহরী আকবর আলী জানান, আমার স্ত্রী, সন্তানসহ বাড়িতে চারজন থাকতো। মধ্যরাতে খবর পেয়ে গিয়ে দেখি বাড়ির আঙ্গিনায় থাকা ঝুটে দাউদাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হলেও সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আগুনে উত্তাপে পানি ঢেলেছে।
ঝুট ব্যবসায়ী তৌহিদ আযম জানান, দেওয়ান সাগর আহমেদসহ আমরা জুটের ব্যবসা করতাম। উত্তরা ইপিজেড থেকে গত ছয়দিনে ১৩ট্রাক কাপড়, কাগজ ও চামড়ার জুট এনে ওই বাড়িতে জমা করা হয়েছিলো। ১৩০ টন জমা হয়েছে সেখানে। এখন বাছাই করার প্রক্রিয়া চলছিলো কিন্তু হঠাৎ আগুনে সব পুড়ে গেলো। তবে আগুনের ঘটনাকে পরিকল্পিত বলছেন দেওয়ান সাগর আহমেদ। তিনি বলেন, কে বা কাহারা আগুন দিয়ে ব্যবসায়ীক ক্ষতি করার জন্য এই ঘটনা ঘটিয়েছে। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল সিভিল ডিফেন্স নীলফামারীর স্টেশন অফিসার এনামুল হক প্রামানিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে সোমবার দুপুর পর্যন্ত পানি দেয়া হয়েছে ঝুটের স্তুপে।
বাড়িতে থাকা লোকজন এবং ঝুট ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পরিকল্পিত ভাবে আগুনের ঘটনাটি ঘটানো হয়েছে। সাড়ে চার লাখ টাকার মালামাল ছিলো বলে জানা গেছে।
জানতে চাইলে নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, পরিকল্পিত ভাবে এটি করা হয়েছে। আমার বাড়িতে ভাতিজা দেওয়ান সাগর জুট কাপড় জমা করছিলো। এরই মধ্যে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্ঠ সুত্র জানায়, সাড়ে ১১বিঘা জমির সাথে বাড়িটির মালিক দেওয়ান কামাল আহমেদ। জমি দেখাশোনা এবং বাড়িটিতে থাকতো তত্বাবধায়ক আকবর আলী।
এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/তোহা