বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পিরোজপুর, ২০ নভেম্বর, এবিনিউজ : পিরোজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মিতু (৩) ও নাজমুল (২০) নামের দুই জন নিহত হয়েছে। আজ সোমবার (২০ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিতু পিরোজপুর সদরের মধ্যরাস্তা এরাকার সুমন শেখের মেয়ে। নাজমুল শেখের বাড়ি নাজিরপুর উপজেলার চরখালী গ্রামে।

পুলিশ জানায়, আজ সোমবার সকাল আটটায় মিতু বাড়ির সামনের সড়ক পাড় হওয়ার সময় একটি ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে সোমবার সকাল ১০টার দিকে নাজমুল শেখ পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের গণকপাড়া এলাাকায় বাস থেকে নামার সময় পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পিরোজপুর সদর থানার এসআই মৃনাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রলি আটক করা হয়েছে।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত