
লালমনিরহাট, ২০ নভেম্বর, এবিনিউজ : আসন্ন নির্বাচন থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখতে বর্তমান সরকার নানা অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এমনটি করা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এটা দেশের জনগণসহ আন্তর্জাতিক বিশ্ব মানবে না।’
গতকাল রবিবার লালমনিরহাটে আয়োজিত এক ‘সাইকেল র্যালি’তে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। সদর উপজেলার বুড়িরবাজারে ওই ‘সাইকেল র্যালি’র আয়োজন করা হয়। ১৩টি সামাজিক অপরাধ নির্মূলে সামাজিক সচেতনতা সৃষ্টির জন্য ‘আলোকিত লালমনিরহাট’ ওই আয়োজন করে।
এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠকর্মী পর্যন্ত সবার নামেই একাধিক মামলা দায়ের করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে। চালানো হচ্ছে নির্যাতন ও নিপীড়ন।’ এ সবই আসন্ন সংসদ নির্বাচন থেকে দূরে রাখার অপকৌশল বলেই দাবি করেন ফখরুল।