বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • হোসেনপুরে আনন্দ উৎসব ও শোভাযাত্রার প্রস্তুতি সভা
বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো কর্র্তৃক স্বীকৃতি

হোসেনপুরে আনন্দ উৎসব ও শোভাযাত্রার প্রস্তুতি সভা

হোসেনপুরে আনন্দ উৎসব ও শোভাযাত্রার প্রস্তুতি সভা

হোসেনপুর (কিশোরগঞ্জ), ২০ নভেম্বর, এবিনিউজ : হোসেনপুরে ২৫ নভেম্বরের আনন্দ উৎসব ও শোভাযাত্রার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ সালাম,

পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান, শিক্ষাবিদ সন্তোষ চন্দ্র মোদক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, শ্রমিকলীগ সভাপতি মাহবুব আলমসহ জনপ্রতিনিধি, শিক্ষক, মিডিয়ার সাংবাদিক প্রতিনিধি ও গণ্যমান্যব্যক্তিবর্গ।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ও অনবদ্য ভাষণ ইউনেস্কো কর্র্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে রেজিস্ট্রারভুক্ত হওয়ায় মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৫ নভেম্বর দেশব্যাপী আনন্দ উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত