লালপুর (নাটোর), ২০ নভেম্বর, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর-পানসিপাড়া গ্রামে শ্রী শ্রী ফকির চাঁদ বৈষ্ণব গোসাইজীর আশ্রমে আজ সোমবার (২০শে নভেন্বর) ২ দিন ব্যাপী নবান্ন উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) এ অনুষ্ঠান শেষ হবে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর অগ্রহায়ন মাসে ২ দিনব্যাপী নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। ভক্তবৃন্দ ও আগত অতিথিদের মাঝে প্রসাদ বিতরন ও ভোজের আয়োজন করা হয়।
আশ্রম কমিটির সভাপতি সঞ্জয় কুমার কর্মকারের সভাপতিত্বে ১ম দিন উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আবুল কালাম আজাদ এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, লালপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার, দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নায়েব উদ্দিন মালিথা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত ও দর্শনার্থীবৃন্দ।
এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/তোহা