বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পঞ্চগড়ে তারেক জিয়ার ৫৩তম জন্মদিন পালন

পঞ্চগড়ে তারেক জিয়ার ৫৩তম জন্মদিন পালন

পঞ্চগড়, ২০ নভেম্বর, এবিনিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ৫৩তম জন্মদিন পালন করেছে পঞ্চগড়ে জেলা ছাত্রদল। আজ সোমবার (২০ নভেম্বর) দুপুরে জেলা শহরের রাজনগর কমিউনিটি সেন্টারের সামনে থেকে ছাত্রদল একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় বিএনপিসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। পরে রাজনগর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে ৫৩ পাউন্ডের একটি কেক কাটা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মজিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম আখতারুজ্জামান শাহজাহান, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান রুবেল পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক প্রমুখ।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত