জামালপুর, ২১ নভেম্বর, এবিনিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে পিএসসি ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় ৪শ’৩৪ পরিক্ষার্থী অনুপস্থিত। এর মধ্যে গত রবিবার ইংরেজি পরীক্ষায় ২১৪, গতকাল সোমবার বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিল ২২০ পরীক্ষার্থী অনুপস্থিত।
উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে ৮টি ইউনিয়ন ও পৌরসভায় ১৩টি কেন্দ্রে পিএসসি ও ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ছয় হাজার ১শ’ ৮০ জন। অনুপস্থিত আছে প্রাথমিক বিদ্যালয়ে ১৭৯ জন ও ইবতেদায়িতে ৪১ জন।
উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম এতো পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ জানাতে পারেন নি। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি