![ইসলামপুরে গ্রাম আদালত শীর্ষক কর্মশালা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/21/village_abnews_112008.jpg)
জামালপুর, ২১ নভেম্বর, এবিনিউজ : জামালপুরের ইসলামপুরে গ্রাম আদালত কার্যকরী করণে যুব সমাজের ভুমিকা শীর্ষক কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন ও সাপধরী ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে।
এ উপলক্ষে উপজেললা পরিষদ হলরুমে আলোচনাসভা, প্রতিযোগীতা, ভিডিও প্রদর্শন ও বর্ণাঢ্য সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়। গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী মেহেদী হাসান বাদল স্বাগত বক্তব্যে বলেন-গ্রাম্য বিরোধ নিস্পত্তি হলে স্থানীয় পর্যায়ে সামাজিক শান্তি হৃদ্যতা ও সহমর্মিতা বজায় থাকে।
ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সচিব-রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রাম আদালত সহকারী রায়হানা পারভীন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে গ্রাম পুলিশদের সমন ভাতা দেওয়া হয়। ওই দিন কুলকান্দি ইউনিয়নে অনুরুপ কর্মসুচি পালিত হয়।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি