![ইসলামপুরে কলেজছাত্রীর জন্য সাহায্যের আবেদন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/21/ajanta_abnews_112009.jpg)
জামালপুর, ২১ নভেম্বর, এবিনিউজ : জামালপুরের ইসলামপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী অজান্তা রানী দাসের (১৭) হার্টের ছিদ্র হয়েছে। পিতৃহারা অজান্তার অভাবী সংসারে চিকিৎসা করার সাধ্য নেই।
অসহায় অজন্তা বর্তমানে ইসলামপুরের মেয়র আ: কাদেরের তত্ত্বাবধানে আছেন। জীবন বাঁচাতে বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে মাতা শেফালী রানী দাস।
সাহায্য পাঠাতে বিকাশ নং--০১৭১২-০২৮৬০৩ অথবা মেয়র ইসলামপুর পৌরসভা, জামালপুরে অনুরোধ করেছেন।
এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি