বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে উপজেলা পরিষদের প্রস্তুতিমূলক সভা

কাউখালীতে উপজেলা পরিষদের প্রস্তুতিমূলক সভা

কাউখালী, ২১ নভেম্বর, এবিনিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘‘মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে সারাদেশে আগামী ২৫ নভেম্বর একইদিনে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিঠু, সহকারী কমিশনার ভূমি মাধবী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইসমিন পপি, জেলা পরিষদের সদস্য শাহিন রেবেকা চৈতী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদাক মোঃ মনিরুজ্জামান পল্টন।

আরও বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান শেখ সামছুদ্দোহা চাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী রিপোর্টার্স ইউনিরি সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদসহ আরও অনেকে।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত