![হোসেনপুরে বিক্রেতা বিহীন সততা স্টোর উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/21/abnews-24.bb_112061.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ২১ নভেম্বর, এবিনিউজ : হোসেনপুরে বিক্রেতা বিহীন সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হোসেনপুর মডেল স্কুল এন্ড কলেজে এ সততা স্টোরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি সাবেক প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মূল্যবোধ ও জবাবদিহিতায় শিক্ষণীয় হয়ে ভবিষ্যত জাতি গঠনে সততার পরিচয় বহন করবে।
তিনি আরও বলেন, যেখানে কোন দোকানদার থাকবে না, কোন প্রকার সিসি ক্যামেরা থাকবে না অথচ মালামাল থাকবে যেখান থেকে প্রয়োজন মত জিনিস নিয়ে শিক্ষার্থীগণ স্ব-উদ্যোগে ক্যাশ বাক্সে টাকা রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মিজবাহ উদ্দিন হেলাল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক মো. জহির রায়হান, সহকারী উপজেলা প্রোগ্রামার আনোয়ার হুসেন, খতিব মুফতি মাওলানা মো. নাজমূল হক ফয়সাল, প্রভাষক মো. জাকির হোসেন প্রমুখ।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা