বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ডিমলায় জুয়ারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

ডিমলায় জুয়ারীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড

ডিমলা (নীলফামারী), ২১ নভেম্বর, এবিনিউজ : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ৪ জুয়াড়িকে ভ্রম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। আটককৃতরা হলো ডিমলা খগাখড়িবাড়ী ইউনিয়ানের রফিকুল ইসলাম পুত্র এরশাদ হোসেন (২৯),দুলাল চন্দ্র দেবনাথ এর পুত্র মানিক চন্দ্র দেবনাথ (২৫), রফিকুল ইসলামের পুত্র তহিদুল ইসলাম (২২), বন্দর খড়িবাড়ী গ্রামের মৃত নজর আলীর পুত্র নুর ইসলাম (৩৩) কে গতকাল সোমবার সন্ধা ৫.৩০ মিনিটে ডিমলা থানার এস আই ফারুক ফিরোজ,এস আই আতিকুর রহমান আতিক সঙ্গিও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা খগাখড়িবাড়ী ইউনিয়নে জুগীপাড়া জোগেস্বর এর মটর ঘর থেকে অভিযান চালিয়ে , হাতে নাতে ৪ জুয়ারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিমলা থানার পুলিশ।

এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবগত করলে তিনি তাৎক্ষনিক ভাবে নিজ কার্যালয়ে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নুর ইসলামকে ৩ দিন অপর ৩ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ বিষয়ে ডিমলা থানার (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে জুয়া আইন ১৮৬৭ সালের ৩/৪ ধারায় প্রকাশে জুয়া খেলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দন্ড প্রাপ্তদের মঙ্গলবার দুপুরে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এবিএন/বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত