![ডিমলায় ২৫ নভেম্বর আনন্দ শোভাযাত্রা’র প্রস্তুতি নিয়ে আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/21/abnews-24.bbbbbbbbbbbbbbbb_112079.jpg)
ডিমলা (নীলফামারী), ২১ নভেম্বর, এবিনিউজ : ২১ নভেম্বর মঙ্গলবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার’র সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিন্টার”-এ অন্তর্ভুক্তির মাম্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে আগামী ২৫ নভেম্বর শনিবার সারাদেশের সাথে ডিমলা উপজেলায়ও একইদিনে আনন্দ শোভাযাত্রা’র মাধ্যমে উদ্যাপন করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৫ নভেম্বর শনিবার সকালে আনন্দ শোভাযাত্রা’র বিষয়ে সার্বিক আলোচনান্তে বিভিন্ন কর্মসূচীর উপর সিন্ধান্তগুলি গৃহীত করনের প্রস্তাব উদ্থাপন করেন। এতে বেশ কিছু কর্মসূচীর সিন্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, ডিমলা মহিলা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মোকলেছুর রহমান, ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহা-বিদ্যালয়ের প্রভাষক সেলিম জাহাঙ্গীর, ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুল হক, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, ডিমলা আরবিআর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর-আলম সিদ্দিকী বাবলু, ডিমলা জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সারোয়ার জাহান সোহাগ, ডিমলা দাখিল মাদ্রাসার সুপার সাহিদুল ও ডিমলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম রেজা প্রমূখ।
এবিএন/ বাদশা সেকেন্দার ভুট্টু/জসিম/তোহা