
বোদা (পঞ্চগড়) ২১ নভেম্বর, এবিনিউজ : পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় সাইফুল্লাহ (৪০) নামের এক মাদরাসার শিক্ষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে বোদা-আটোয়ারী সড়কের বলরামপুর কালিতলা নামক স্থানে। সে বোদা হতে অটোরিক্সা করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সে অটোরিক্সা থেকে পড়ে গেলে তার মাথা প্রচন্ড আঘাত পাপ্ত হয়। সাথে সাথে তাকে বোদা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। সে শোল্টহরী আলিম মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক। তার বাড়ি ঠাকুরগাঁও জেলার দেবীপুর ইউনিয়নের পয়সা ভেলা গ্রামে।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা