![নাটোরে নারীদেরকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/21/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_112100.jpg)
নাটোর, ২১ নভেম্বর, এবিনিউজ : নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে পিডিবিএফ সম্প্রসারন প্রকল্প নাটোর অঞ্চলে বারো হাজার সাতশ’ ৫০ জন নারীকে পেশাগত দক্ষতা এবং জীবন যাত্রার মান উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করছে। প্রকল্প এলাকার তিনটি জেলার ১৭টি উপজেলায় ঋণ সুবিধা গ্রহণকারী এক হাজার ৮৭টি সমিতির মনোনীত সদস্যদের চলতি বছরে অর্থনৈতিক ও সামাজিক মান উন্নয়নে বিভিন্ন ইস্যু ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। দারিদ্র্য দূরীকরণ ও আতœ-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর সম্প্রসারিত প্রকল্পের আওতায় নাটোর অঞ্চলে নাটোর, রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার ১৭টি উপজেলায় ২০১৩ সালে কার্যক্রম শুরু হওয়ার পর এ পর্যন্ত এক হাজার ৮৭টি সমিতি গঠনের মাধ্যমে প্রায় সমিতির প্রায় ৩০ হাজার নারী সদস্যকে প্রায় একশ’ কোটি টাকার ক্রমপুঞ্জিভূত ঋণ প্রদান করেছে।
ঋণের কার্যকরি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সমিতির এসব সদস্যকে পর্যায়ক্রমে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও প্রদান করছে। শাকসব্জি চাষ, গাভী পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন ও হাঁস মুরগী পালন বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ প্রদানের আগে তাদের প্রশিক্ষণ চাহিদা নিরুপন করা হয়। উপজেলা পর্যায়ে চলতি অর্থ বছরে ২৫ সদস্য সহযোগে ২২ ব্যাচের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে। অর্থনৈতিক কর্মকান্ডের পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ ছাড়াও সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জীবন যাত্রার মান উন্নয়নে পারিবারিক আইন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা, পরিবেশ দুষণ রোধ, বিশুদ্ধ পানি ওনিরাপদ খাদ্য,ঋতু ভিত্তিক রোগ প্রতিরোধ ইত্যাদি বিষয় ভিত্তিক তিন দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। চলতি অর্থ বছরে ২৩০টি ব্যাচে মোট পাঁচ হাজার ৭৫০ জন নারী এই প্রশিক্ষণ গ্রহন করেছেন।
এই প্রশিক্ষণ সমিতির সাংগাঠনিক কাঠামো পরিচালনা এবং নেতৃত্বের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে থাকে। অর্থনৈতিক ও সামাজিক প্রশিক্ষণে প্রশিক্ষণ ভাতা প্রদান করায় প্রশিক্ষণার্থীদের বাড়তি উৎসাহ যোগায় বলে জানিয়েছেন নাটোরের সিংড়া উপজেলা এলাকার একটি সমিতির সভানেত্রী ফাতেমা বেগম। নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রশিক্ষণার্থী রুনা বেগম বলেন, পেশাগত দক্ষতা প্রশিক্ষণ নেয়ার ফলে আমার গরু মোটা তাজাকরণ খামারে কাজ করা সহজ হয়েছে, আমি উপকৃত হয়েছি। অপর প্রশিক্ষণার্থী রেবেকা খাতুন বলেন, সামাজিক প্রশিক্ষণ গ্রহন করার ফলে আমরা উপজেলার সরকারী বিভিন্ন অফিস এবং এর সেবা গ্রহন সম্পর্কে জানতে পেরেছি। প্রকল্পের নাটোর আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল মালেক বলেন, ঋণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ গ্রহন করে সদস্যরা আতœ কর্মসংস্থানে সফলতা লাভ করছে এবং বিভিন্ন ইস্যু ভিত্তিক সামাজিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটছে।
এবিএন/রাজু আহমেদ/জসিম/তোহা