![সিংড়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি সংস্থার আয়োজনে স্মরণ সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/21/zzzzzzzz_112101.jpg)
নাটোর, ২১ নভেম্বর, এবিনিউজ : নাটোরের সিংড়ায় মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোজাম্মেল হক কাজল সহ সকল মরহুম বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা স্মৃতি সংস্থার উদ্যোগে উপজেলার চৌগ্রামের জামতলী বাজার অফিসে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভা ও মিলাদ মাহফিলে মুক্তিযোদ্ধা স্মৃতি সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন সরকার আবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা স্মৃতি সংস্থার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মকবুল হোসেন, মহাসচিব শ্রীপদ সাহা,যুগ্ম মহাসচিব শাহাজাহান আলী,যুগ্ম মহাসচিব পংকজ কুমার ভট্টাচার্য্য,সদস্য শাহাদত হোসেন প্রমুখ।
এবিএন/রাজু আহমেদ/জসিম/তোহা