শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফেনীতে বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

ফেনীতে বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি জব্দ

ফেনী প্রতিনিধি, ২১ নভেম্বর, এবিনিউজ : ফেনীতে বিষাক্ত জেলি মিশ্রিত প্রাড দেড় মন চিংডি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে ফেনী পৌর মাছ বাজারের জননী মাছের আড়ত থেকে এসব চিংড়ি জব্দ করা হয়।

ফেনী মাছ ব্যবসায়ী সমিতির শাহ আলম জানান, ওই দিন সকালে ফেনী পৌর মাছের আড়তে বিক্রির উদ্দেশ্যে আবদুল মজিদ নামের এক ব্যবসায়ী বিষাক্ত জেলি মিশ্রিত দেড় মন মাছ আনে। বিষয়টি দেখে তিনি সদর উপজেলার ইউএনও মো: মামুনকে অবহিত করে।

পরে তিনি ভ্রাম্যমাই আদালত পরিচালনা করে জননী মাছের আড়তের ব্যবসায়ী আবদুল মজিদের কাছ দেড় মণ বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।

ফেনী সদর উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: মামুন এর সত্যতা নিশ্চিত করেন।

এবিএন/মোহাম্মদ ইসমাইল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত