বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বন্দরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ আহত ৩

বন্দরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ আহত ৩

বন্দর, ২১ নভেম্বর, এবিনিউজ : বাড়ী সিমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ একই পরিবারের ৩ জন রক্তাক্ত জখম হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় পুরান বন্দর কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো মা নাজমিন বেগম (৪০) কলেজ ছাত্রী মেয়ে প্রিয়াংকা (১৭) ও পিংকি আক্তার (২৫)। আহতদের স্থানীয় এলাকাবাসী জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে আহত বড় মেয়ে পিংকি আক্তার বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে মহিলাসহ ৫ জনকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, পুরান বন্দর কাজীবাড়ী এলাকার আব্দুল জলিল মিয়ার সাথে একই এলাকার মৃত সামছুল হকের ছেলে জুম্মান গংদের সাথে র্দীঘদিন ধরে বাড়ী সিমানা সংক্রান্ত বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকালে প্রতিপক্ষ জুম্মান তার ছোট ভাই আরমান মা নূরবালা বেগম, শাহ কামালের স্ত্রী রোজিনা বেগম ও জুম্মান মিয়ার স্ত্রী ইতি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল জলিল মিয়ার বাড়ী হামলা চালায়। হামলাকারিরা ওই সময় ক্ষপ্তি হয়ে উল্লেখিতদের বেদম ভাবে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এবিএন/নাসিরউদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত