সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo

শার্শায় হুন্ডির টাকাসহ ৪ পাচারকারী আটক

শার্শায় হুন্ডির টাকাসহ ৪ পাচারকারী আটক

শার্শা (যশোর), ২১ নভেম্বর, এবিনিউজ : শার্শার শ্যামলাগাছি থেকে ৩৩লক্ষ ৫০ হাজার হুন্ডির টাকাসহ ৪পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার সময় যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের ৪ যাত্রী কে আটক করে।

এ সময় তাদের দেহ তল্লাশী করে পায়ের সাথে বিশেষ কায়দায় বাঁধা ৩৩লক্ষ ৫০ হাজার হুন্ডির টাকা উদ্ধার করে।

আটককৃতরা হচ্ছে, নড়াইল জেলার নড়াগাতি উপজেলার পানিপাড়া গ্রামের মোহাম্মাদ শেখ’র ছেলে আনিছ শেখ (২৬), হাসিয়াল গ্রামের লুৎফর ফকির’র ছেলে জীবন ফকির (২১), আবুবক্কার’র ছেলে এনামুল শেখ (৩০), জয়নগর গ্রামের আলম শিকদার’র ছেলে রিয়াদ শিকদার (১৯)।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই রফিকুল ইসলাম ও এসআই দিবাকর মালাকর যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি নামক স্থানে পুলিশ অভিযান চালিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি ইজিবাইকের ৪ যাত্রীকে আটক করে।

এ সময় তাদের দেহ তল্লাশী করে পায়ের সাথে বিশেষ কায়দায় বাঁধা ৩৩ লক্ষ ৫০ হাজার হুন্ডির টাকা উদ্ধার করে। পরে শার্শা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ ও স্থানীয় সাংবাদিকসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে টাকাগুলি গননার পর জব্দ দেখানো হয়।

এবিএন/ইয়ানূর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত