বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে ক্ষুদ্র নূ-গোষ্ঠী প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক অলোচনা সভা

খাগড়াছড়িতে ক্ষুদ্র নূ-গোষ্ঠী প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক অলোচনা সভা

খাগড়াছড়িতে ক্ষুদ্র নূ-গোষ্ঠী প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক অলোচনা সভা

খাগড়াছড়ি , ২২ নভেম্বর, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার পার্বত্য চট্টগ্রাম ক্ষুদ্র নূ-গোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের ভূমিকা বিষয়ক-পরামর্শমূলক অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মংগলবার সকাল ১০ টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী কল্যণ সংস্থা (প্রকস) ও বেসরকারী উন্নয়ন সংস্থা আলাম যৌথভাবে “ডিজ্এ্যাবিলিটি রাইটস ফান্ড” অর্থায়নে এ আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহবায়ক সতীশ চন্দ্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাজেপ সদস্য শিক্ষনুরাগী খগেশ^র ত্রিপুরা, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মো. শাহাজাহান, ডেপুটি সিভিল সার্জন, জেলা সমাজ সেবার উপ-পরিচালক মো: মনিরুল ইসলাম। উক্ত সভায় সভাপত্বি করেন জনাব যোগ্যমনি ত্রিপুরা, সভাপতি, পার্বত্য প্রতিবন্ধী ফোরাম।

প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস)’র, ব্দারবান, এর নির্বাহী পরিচারক জর্জ ত্রিপুরা ও খাগড়াছড়ি আলামের সভাপতি নমিতা চাকমা সঞ্জালনায় উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন পাজেপ হিসাব রক্ষন কর্মকর্তা মো: আব্দুল মাজেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: শাহাজাহান, আলো দিশারী শিক্ষালয়ের সেক্রেটারী কংসাজাই মারমা, পানছড়ি উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংঘ’র সভাপতি মো: হাসানুর জামান, জনাব জয়নাল খাগড়াছড়ি -ডিপিওডি, সাধারণ সম্পাদক।

এসময় জেলার স্থানীয় প্রতিবন্ধী বিষয়ক কর্মরত সরকারী-বেসরকারী সংস্থা এবং প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।খাগড়াছড়িতে ক্ষুদ্র নূ-গোষ্ঠী প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক অলোচনা সভা

প্রধান অতিথি কংজরী বলেন দুর্ঘটনা কবলিত ও রোগাক্রান্ত নিয়মিত অভ্যাসে অভ্যন্ত নয়। হাজার বছরে শ্রেষ্ট বাংগালীর কন্যা বর্তমান সরকারে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার তনয়া সায়মা ওয়াজেদ জয় উদ্ভাবন ও বাস্তবমূখী কর্মসূচী প্রকল্প গ্রহন করায় দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। সরকারী-বেসরকারী এই প্রচেষ্টায় প্রত্যন্ত অঞ্জলে প্রতিবন্ধীরা অনেক উপকার আসবে। জন্মগত যারা তারা নিজেদের মধ্যে অভ্যস্ত হয়ে চলাফেরা করতে পারে। প্রতিবন্ধীরা আমাদের বোঝা নয়, প্রতিবন্ধীরা দেশের সম্পদ। পিডিবি-থ্রি টু প্রতিবন্ধীদের বেশী অগ্রাধিকার করে প্রত্যেক স্কুলে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ছাত্র/ছাত্রীদের একই জায়গা এক সাথে ক্লাশ নেওয়া হলে মানবিক মনোবিত্তি আরো বাড়বে। আলো দিশারী বিদ্যালয়ে প্রকল্প মেয়াদ এই মাসে শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়ে গুরুত্ব দিয়ে প্রকল্প সময়ে কর্তৃপক্ষকে অবহিত করে যথাযথ পদক্ষেপ গ্রহন কার যেতে পারে। তিনি আরো বলেন, এ ধরনের প্রতিব্ধীদের প্রকল্প ও পরিকল্পনা প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে সরকারী-বেসরকারী যৌথভাবে ইতিবাচক পদক্ষেপ গ্রহন করা যেতে পারে তাই প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস)-কে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি, বাজেটের যথা সময়ে প্রকল্পে অন্তর্ভূক্ত করনে জন্য সংশ্লিষ্ট প্রদিবন্ধীদের সাথে কর্মরত প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিবন্ধী ব্যক্তিদের সমন্বয়ে লিখিত আকারে পরিকল্পনা সমূহ উপস্থাপন করতে অনুরোধ জানান যাতে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করতে পারে। যার যার অবস্থান থেকে কাজের দায়িত্ব পালন করে যেতে হবে।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত