![নরসিংদীতে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রস্তুতি সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/11/22/sopon-shibpur_112170.jpg)
শিবপুর (নরসিংদী) , ২২ নভেম্বর, এবিনিউজ : নরসিংদীতে সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রস্তুতি সভা গত ২১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহীদ ছাত্তার সড়কের গেরিলা বাহিনীর অফিস কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের আহবায়ক অধ্যক্ষ অহি ভূষণ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা, মুক্তিযোদ্ধা, সদস্য রঞ্জিত কুমার সাহা, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি, যুগ্ম আহবায়ক নিবারণ রায়, শিক্ষক নেতা, সদস্য সচিব আজাহারুল ইসলাম সরকার, মানিক লাল সূত্রধর, শিক্ষক নেতা তপন আচার্য, প্রধান শিক্ষক মো: সামসুল আলম, স্বপন রায়, রঞ্জিত দাস, নান্টু রায়, দিলীপ সাহা, ছাত্র তন্ময় দাস,
সাংবাদিক হাবিবুর রহমান, আনোয়ার হোসেন স্বপন, শেখ মো: ইলিয়াছ হায়দার প্রমুখ।
এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর