শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • প্রেমবাগে পি.এস কম্পিউটার ই-স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রেমবাগে পি.এস কম্পিউটার ই-স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত

প্রেমবাগে পি.এস কম্পিউটার ই-স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত

অভয়নগর (যশোর), ২২ নভেম্বর, এবিনিউজ : আজ বুধবার সকালে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গেটস্থ ‘পি এস কম্পিউটার ই-স্কুলের শিক্ষক-অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গঠনের সহায়ক হিসাবে প্রতিষ্ঠিত পি এস কম্পিউটার ই-স্কুলের শিক্ষার মান উন্নয়নের লক্ষে এই মা সমাবেশ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাবখালী মাগুরা ইউনাইটেড ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি প্রভাষক মফিজ উদ্দীন বলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি গ্রামে গ্রামে কম্পিউটারাইজড ডিজিটাল শিক্ষার ব্যাবস্থা করতে হবে সাথে সাথে শিশুদের কাধে বইয়ের বোঝা কমিয়ে পরিবেশের সাথে সামঞ্জস্য বজায় রেখে সুশিক্ষার ব্যাবস্থা করতে হবে।

পরিবারের পক্ষ থেকে শিশুদের শিক্ষা দিতে হবে, কিভাবে সমাজের সম্মানিত ব্যক্তিদের সম্মান করতে হয়, শিক্ষক-শিক্ষিকাদের শ্রদ্ধা করতে হয়। নৈতিকতা ও মনুষত্যের শিক্ষা পরিবার থেকে শিশু সবথেকে বেশী গ্রহন করে। দেশপ্রেমিকের স্বপ্ন উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে পরিণত করা। সেই স্বপ্ন পূরণ করতে হলে অবশ্যই শিশুকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে ডিজিটালাইজড শিক্ষা ব্যাবস্থার প্রবত্যন ছাড়া কোন ভাবে ডিজিটার বাংলা গঠন সম্ভব নয়। প্রেমবাগের পি এস কম্পিউটার ই-স্কুলে অত্যাধুনিক ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে পি এস কম্পিউটার ই-স্কুলের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান প্রফেসর সেলিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রেমবাগ ইউনিয়ন আ’লীগের সিনিয়র সভাপতি সৈয়দ মনোয়ার হোসেন,এনজিও ব্যক্তিত্ব সহিদুল ইসলাম, প্রেমবাগ ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, অধ্যাপক রফিকুল ইসলাম বাবু, যুবলীগ নেতা সমাজসেবক সৈয়দ কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, স্কুলের নিয়মিত ডাক্তার রফিকুল ইসলাম, প্রেমবাগ ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি লিয়াকত বিশ্বাস, মহিলা মেম্বর হালিমা পারভীন, মহিলা মেম্বর মিনা বেগম, শিক্ষক প্রশিক্ষক আব্দুর রশিদ, শিক্ষাবিদ মাসুম বিল্লাহ, আ’লীগ নেতা রিয়াজুলইসলাম রিপন, ডা.আজিজুর রহমান, সাংবাদিক জাকির হোসেন,ব্যবসায়ী মাসুদ, শিক্ষক সামসুন্নাহার, লিমা খাতুন,নাজমা খাতুন, জনি খাতুন, সমাজসেবক হাবিবুর রহমান, মিঠু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পি এস কম্পিউটার ই-স্কুলের প্রিন্সিপাল হামিদুর রহমান।

এবিএন/সেলিম হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত