রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শন

চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শন

চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শন

বাগেরহাট, ২২ নভেম্বর, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১ টায় ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্যোগে উপজেলার চরবানিয়ারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে এ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় ভিডিও ক্লিপের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। শিক্ষার্থীদের সাথে বিভিন্ন এলাকার শতাধিক মুক্তিযোদ্ধাসহ প্রায় সহস্রাধিক দর্শক এ প্রামাণ্য চিত্র প্রদর্শণী দেখে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করে।

চরবানিয়ারী উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক পীযূষ কান্তি রায় জানান, স্কুল পর্যায়ে থেকে শিক্ষার্থীদের মধ্যে দেশ প্রেমের চেতনা উদ্বুদ্ধ করণ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষে মুক্তিযুদ্ধ যাদুঘর শিক্ষার্থীদের মধ্যে এ প্রামাণ্য চিত্র প্রদর্শণের উদ্যোগ করেছে।

এবিএন/এস এস সাগর/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত