শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • তেঁতুলিয়াকে পর্যটন এলাকা গড়ার লক্ষে শোভাবর্ধণ কাজের উদ্বোধন

তেঁতুলিয়াকে পর্যটন এলাকা গড়ার লক্ষে শোভাবর্ধণ কাজের উদ্বোধন

তেঁতুলিয়াকে পর্যটন এলাকা গড়ার লক্ষে শোভাবর্ধণ কাজের উদ্বোধন

পঞ্চগড়, ২২ নভেম্বর, এবিনিউজ : পঞ্চগড় জেলার অন্যতম পর্যটন উপজেলা তেঁতুলিয়াকে পর্যটন উপজেলা গড়ার লক্ষে ‘গ্রীন তেঁতুলিয়া-ক্লিন তেঁতুলিয়া’- স্লোগানকে সামনে রেখে তেঁতুলিয়ায় শুরু হয়েছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। গ্রীণ তেতুলিয়া ক্লিন তেতুলিয়া নামে সেচ্ছাসেবী সংগঠনটি উপজেলা পরিষদ ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে। আজ বুধবার (২২ নভেম্বর) সকালে পাথরের স্তুপ অপসারন করে বৃক্ষ রোপন ও শোভাবর্ধনের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জয় প্রকাশ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম, বিএনপি‘র সহ-সভাপতি শাহাদৎ হোসেন রন্জু, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছবুর, গ্রীন তেঁতুলিয়া-ক্লিন তেঁতুলিয়া সম্বন্নয়কারী কাজী মতিউর রহমান মতি প্রমূখ।

তেতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের নজরুল স্বরণী বাইপাস সংযোগ সড়কের দু‘ধারে অবৈধ ভাবে রাখা পাথরের স্তুপ অপসারন কাজে সহায়তা করেন সড়ক ও জনপথ বিভাগ, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস। দীর্ঘদিন যাবৎ অসাধু পাথর ব্যাবসায়ীরা রাস্তার উপর তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছিল। যানজট সৃষ্টি সহ জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের পথচারীরা চলাচল করত। এ জনদুর্ভোগের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পর উপজেলা পরিষদের বিভিন্ন মিটিংএ বিষয়টি আলোচনায় উঠে আসে।

উপজেলা প্রশাসন ও পাথর বালি ব্যাবসায়ী সমিতির নেতাদের একাধিকবার বৈঠক হয় এবং মাইকিং করে পাথর অপসারন করার সিদ্ধান্ত হলেও কাজের কাজ কিছুই হয়নি। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস সেচ্ছাসেবী গ্রীন তেঁতুলিয়া-ক্লিন তেঁতুলিয়া সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করেন। তেতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের নজরুল স্বরণী বাইপাস সংযোগ সড়ক পর্যন্ত ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রায় ৩ কিলোমিটার রাস্তার দু‘ধারে স্তুপকৃত পাথর বুলডোজার দিয়ে অপসারন করে ফলদ, বনজ ও ফুলের বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌস জানান, তেতুলিয়ায় প্রচুর বাইরের পর্যটক আসে এবং এই রাস্তার পাশে মহানন্দা নদী ধারগুলো দেখতে পছন্দ করে তারা। রাস্তাটি সব চেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে তাই নিরাপদ রাস্তা উপহার দেয়ার জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এবিএন/ডিজার হোসেন বাদশা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত